সিটিজেন চার্টার
* ভুমি উন্নয়ন কর সংক্রান্ত তথ্যঃ ১৩৯৪ সাল হইতে ১৩৯৭ বাংলা সাল পর্যন্ত বার্ষিক ভুমি উন্নয়ন করের হার।
ক। কৃষিঃ ০.০১ একর হইতে ২.০০ পর্যন্ত প্রতি শতাংশ ০.০৩ টাকা হারে। ২.০১ একর হইতে ৫.০০ একর পর্যন্ত প্রতি শতাংশ ০.৩০ টাকা হারে। ৫.০১ একর হইতে ৮.২৫ একর পর্যন্ত প্রতি শতাংশ ০.৫০ টাকা হারে। ৮.২৫ একর হইতে উর্দ্ধে অর্থাৎ ২০.০০ একর পর্যন্ত প্রতি শতাংশ ২/- টাকা হারে।
খ। আবাসিকঃ প্রতি শতাংশ ৫/- টাকা হারে।
গ। বাণিজ্যিকঃ প্রতি শতাংশ ১৭/- টাকা হারে।
* ১৩৯৪ সাল হইতে ১৩৯৭ বাংলা সাল পর্যন্ত বার্ষিক ভুমি উন্নয়ন করের হার।
ক।কৃষিঃ ০.০১ একর হইতে ৮.২৫ একর পর্যন্ত ভুমি উন্নয়ন কর মওকুফ। ৮.২৫ একর হইতে ১০.০০ একর পর্যন্ত প্রতি শতাংশ ০.৫০ টাকা হারে। ১০.০১ একর হইতে উর্দ্ধে অর্থাৎ ২০.০০ একর পর্যন্ত প্রতি শতাংশ ১/- টাকা হারে।
খ। আবাসিকঃ প্রতি শতাংশ ৫/- টাকা হারে।
গ। বাণিজ্যিকঃ প্রতি শতাংশ ১৫/- টাকা হারে।
বিঃ দ্রষ্টব্যঃবকেয়া ভুমি উন্নয়ন করের জন্য বার্ষিক ৬.২৫% হারে সুদ প্রদান করতে হবে।
*মিউটেশন নামজারী, জমা খারিজ, জমা একত্রিকরন, ওয়ারিশ কাইম মোকাম, মোকদ্দমা সংক্রান্ত নিয়মাবলীঃ-
০১। উপরে উল্লেখিত যে কোন ধরনের মোকদ্দমার জন্য সহকারী কমিশনার (ভুমি) এর বরাবরে দরখাস্ত দাখিল করতে হবে।
০২। উক্ত দরখাস্ত নির্দিষ্ট ফরম প্যরন করে ৭/- টাকা মুল্যের কোর্ট ফি দরখাস্তের সাথে দিতে হবে।
০৩। নামজারীর জন্য প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ মূল দলিলের সার্টিফিকেট কপি, বায়া দলিল সমুহ, উত্তরাধিকারের ক্ষেত্রে ওয়ারিশ সনদ, সংশ্লিষ্ট খতিয়ানের অনুলিপি, হালনাগাদ ভুমি উন্নয়নকরের রশিদ এবং দরখাস্তকারীর পাসপোর্ট সাইজের ছবি।
মিউটেশন বাবদ খরচঃ
০১। আবেদন বাবদ কোর্ট ফি ৭/- টাকা।
০২। নোটিশ জারী ফি ২/- টাকা প্রতি চারজনের জন্য। চার এর অধিক হইলে প্রতি জনের জন্য ৫০.০০ টাকা হারে
০৩। রেকর্ড সংমশাধন ফি ২০০/- টাকা।
০৪। প্রতি কপি মিউটেশন খতিয়ান ফি ২৫+১৮= ৪৩/- টাকা।
সর্বমোট =২৫২/- টাকা।
০৫। কত দিনে মিউটেশনের পক্রিয়া সম্পন্ন হবে: মালিকানা বিষয়ে কোন বিতর্ক না থাকলে আবেদন প্রাপ্তির তারিখ থেকে শুরু করে সর্বোচ্চ ৪৫ কার্যাদিবসের মধ্যে সম্পন্ন হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস